ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

নাজমুল হুদার তৃনমূল ‘তৃণ’-ই থেকে যাবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
নাজমুল হুদার তৃনমূল ‘তৃণ’-ই থেকে যাবে শাহ মোয়াজ্জেম হোসেন

ঢাকা: বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন বলেছেন, ব্যারিস্টার নাজমুল হুদার তৃণমূল বিএনপি তৃণ-ই থেকে যাবে। মানুষের মনে জায়গা পাবে না।

তৃণ অর্থ ঘাশ। ওটা মানুষ খাবে না।

শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জিয়া পরিষদ  এ আলোচনা সভার আয়োজন করে।  

শাহ মোয়াজ্জেম হোসেন বলেন, বিএনপি মানেই জিয়াউর রহমান। বিএনপি মানেই বেগম খালেদা জিয়া। বিএনপি মানেই তারেক রহমান। বিএনপি মানেই জনগণ। কাজেই নাজমুল হুদার লাফ দিয়ে লাভ নেই।

শেখ হাসিনাকে ভোট ছাড়া প্রধানমন্ত্রী আখ্যা দিয়ে তিনি বলেন, যেভাবেই হোক আপনি প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর মতো কথা বলুন। শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পটভূমি তৈরি করেছেন, কিন্তু ঘোষণা দেননি। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। রণাঙ্গনে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। শেখ মুজিব তাকে বীর উত্তম খেতাব দিয়েছে। জিয়াউর রহমানকে খাটো করা মানেই মুক্তিযুদ্ধকে খাটো করা।

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন রেখে শাহ মোয়াজ্জেম হোসেন হোসেন বলেন, এটা কোনা গণতন্ত্র? আপনি সভা  সমাবেশ করবেন। অথচ বেগম খালেদা জিয়া করতে পারবে না। প্রতিদিন খুন, ধর্ষণ, রাহাজানি হচ্ছে। গণতন্ত্র চাইলে আলোচনায় বসুন, নির্বাচন দিন।

ডা. আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে ও আব্দুল্লাহিল মাসুদের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া, জিয়া পরিষদের সহ সভাপতি অধ্যাাপক ড. মোঃ এমতাজ হোসেন, আনোয়ার হোসেন ভূইয়্যা, এইচ এম সাইফ আলী খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
এজেড/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।