ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় ককটেলসহ শিবিরকর্মী আটক, পুলিশ আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
বগুড়ায় ককটেলসহ শিবিরকর্মী আটক, পুলিশ আহত ছবি: বাংলানিউজটোযেন্টিফোর.কম

বগুড়া: গোপন বৈঠককালে বগুড়া জেলার শাজাহানপুর থেকে উপজেলা জামায়াতের সাবেক আমির ও ডোমনপুকুর আমিনীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আনিছুর রহমানসহ জামায়াত-শিবিরের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২০নভেম্বর) দুপুরে ডোমনপুকুর মাদ্রাসার ছাত্রাবাসে অভিযান চালায় পুলিশ।

অভিযানে তিনটি শক্তিশালী ককটেল, শিবিরের ৬টি সাংগঠনিক বই, ৪৭০টি চাঁদা তোলার রশিদ বই ও একটি রেজিস্ট্রার খাতা জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন উপজেলা জামায়াতের সাবেক আমির আনিছুর রহমান (৫৫), শিবিরকর্মী আবু সায়েম (২০), সোহাগ (২১) ও আব্দুল বাকী ওরফে লাল মিয়া (৩২)।
 
এসময় ককটেল বিস্ফোরণে শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম আহত হয়েছেন। পরে তাকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বাংলানিউজকে বলেন, এ ঘটনায় বিকেলে পুলিশ বাদি হয়ে ২২জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ৫০ থেকে ৬০ জনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেছে।

এর আগে দুপুরে জামায়াত-শিবির নেতাকর্মীরা গোপন বৈঠক চলছে, এমন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে নেতাকর্মীরা একটি ককটেল বিস্ফোরণ ঘট‍ালে উপ-পরিদর্শক (এসআই) আমিরুল আহত হন।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
এমবিএইচ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।