ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

তারেকের জন্মদিনে ছাত্রদলের দোয়া ও খাবার বিতরণ

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৮ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
তারেকের জন্মদিনে ছাত্রদলের দোয়া ও খাবার বিতরণ

ঢাকা: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫১তম জন্মদিন উপলক্ষে সারাদেশে দোয়া মাহফিল ও খাবার বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
 
শুক্রবার (২০ নভেম্বর) জন্মদিনে রাজধানীর যাত্রাবাড়ীতে দোয়া মাহফিল ও খাবার বিতরণ করেছে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।

কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি নাজমুল হাসান, জাকির হোসেন, জহিরুল ইসলাম বিপ্লব, যুগ্ম সম্পাদক মুশফিকুর রহমান লেলিন, পাঠাগার সম্পাদক মেহেদী হাসান প্রমুখ।
 
এদিকে, নাখালপাড়া হাজি মরন আলী মাদ্রাসা ও এতিম খানায়ও খাবার বিতরণ করেছে ছাত্রদল। এ সময় সেখানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি ইকতিয়ার কবির, কামাল হোসেন, যুগ্ম সম্পাদক নুরুল হুদা বাবু, মফিজুর রহমান আশিক, কাজী মুক্তার হোসেন, বিএম নাজিম মাহমুদ, শফিকুল ইসলাম শফিক, সহ-সাধারণ সম্পাদক ফয়সাল, যোগাযোগ সম্পাদক গাজী সুলতান জুয়েল, স্কুল বিষয়ক সম্পাদক আরাফাত বিল্লাহ খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।