ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

চৌদ্দগ্রামে আওয়ামী লীগের দু’গ্রুপের সংর্ঘষ, আহত ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৭ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
চৌদ্দগ্রামে আওয়ামী লীগের দু’গ্রুপের সংর্ঘষ, আহত ৫

কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের কুলাশর গ্রামে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (২০ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।



সংঘর্ষের সময় উভয় গ্রুপের মধ্যে গুলি বিনিময়ের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম ফরহাদ হোসেন ‍জানান, আসন্ন ইউনিয়ন পরিষদে নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী রয়েছেন। তাদের নিজেদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে।

বাংলাদেশ সময়: ০২০৭ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
জেডএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।