ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

শিগগির জেলা সম্মেলন করার নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
শিগগির জেলা সম্মেলন করার নির্দেশ সৈয়দ আশরাফুল ইসলাম / ফাইল ফটো

ঢাকা: আওয়ামী লীগের মেয়াদোর্ত্তীর্ণ জেলা কমিটিগুলোর সম্মেলন দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে যেসব জেলার সম্মেলন হয়েছে সেগুলোর পূর্ণাঙ্গ কমিটি করারও নির্দেশ দেওয়া হয়েছে।



শনিবার (২১ নভেম্বর) সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত আওয়ামী লীগের সম্পাদক মন্ডলির সভায় বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকদের এ নির্দেশ দেওয়া হয়।

সভা শেষে আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে কথা বলে এ তথ্য জানা যায়।

এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

সভায় উপস্থিত নেতারা জানান, সাংগঠনিক বিষয় নিয়ে সভায় আলোচনা হয়েছে। দলের জাতীয় সম্মেলনকে সামনে রেখে মেয়াদোর্ত্তীর্ণ জেলা কমিটিগুলোর সম্মেলন দ্রুত সম্পন্ন করতে সম্মেলনের তারিখ নির্ধারণের নির্দেশ দেওয়া হয়েছে সাংগঠনিক সম্পাদকদের। এসব জেলা সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম উপস্থিত থাকবেন বলে সভায় জানান তিনি।

আওয়ামী লীগের ৭৩টি সাংগঠনিক জেলার মধ্যে ১৪ জেলায় সম্মেলন বাকি রয়েছে। এই জেলাগুলো মধ্যে রয়েছে ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, ঝিনাইদহ, কুমিল্লা উত্তর ও দক্ষিণ জেলা, নারায়ণগঞ্জ, গাজীপুর, কিশোরগঞ্জ, চাঁদপুর, ভোলা, ঝালকাঠি ও গাইবান্ধা।

এদিকে যেসব জেলায় ইতোমধ্যে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে অথচ পূর্ণাঙ্গ কমিটি হয়নি সেসব জেলায় পূর্ণাঙ্গ কমিটি করে নামের তালিকা দলের সভাপতির কাছে জমা দিতে বলা হয়েছে।

এসময় বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকরা তাদের সাংগঠনিক চিত্র তুলে ধরেন। ছয় বিভাগের সম্পাদকরা তাদের প্রতিবেদন জমা দিলেও চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক প্রতিবেদন দেননি।

সম্পাদক মন্ডলির সভায় দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আফম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, বিএম মোজাম্মেলন হক, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, সমাজকল্যাণ সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, উপ-প্রচার সম্পাদক অসিম কুমার উকিল, দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, কার্যনির্বাহী সদস্য আমিনুল ইসলাম আমিন, এসএম কামাল হোসেন, সজিত রায় নন্দী প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
এসকে/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।