ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদার নিরাপত্তা চেয়ে পুলিশকে বিএনপির চিঠি

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
খালেদার নিরাপত্তা চেয়ে পুলিশকে বিএনপির চিঠি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়ার অনুরোধ জানিয়ে পুলিশকে চিঠি দিয়েছে তার দল। দীর্ঘ যুক্তরাজ্য সফর শেষে শনিবার (২১ নভেম্বর) বিকেলে দেশে ফিরছেন বিএনপি প্রধান।



খালেদার নিরাপত্তা নিয়ে আশঙ্কা থেকে দুপুরে পুলিশের সংশ্লিষ্ট তিন কর্মকর্তার কাছে এ চিঠি দেওয়া হয়। বিএনপির সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, খালেদা জিয়া দীর্ঘদিন চিকিৎসা গ্রহণের পর বিকেলে এমিরেটস এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে লন্ডন থেকে দেশে ফিরছেন। তার নিরাপত্তা নিয়ে আশঙ্কার কারণে দুপুরে পুলিশ কমিশনার ঢাকা মহানগর, উপ-পুলিশ কমিশনার উত্তরা বিভাগ ও বিমান বন্দর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।