ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

সাবেক এমপিকে গ্রেফতারের ঘটনায় বিএনপির নিন্দা

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
সাবেক এমপিকে গ্রেফতারের ঘটনায় বিএনপির নিন্দা

ঢাকা: নাটোরের সাবেক এমপি কাজী গোলাম মোর্শেদ এবং গাজীপুরের টঙ্গী থানা বিএনপির সভাপতি চাঁন খানকে গ্রেফতারের ঘটনায় নিন্দা জানিয়েছে বিএনপি।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে সংবাদ মাধ্যমে পাঠানো বিবৃতিতে এ নিন্দা জানান বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন।

 
 
এতে বলা হয়, শুধু গোলাম মোর্শেদই নয় যশোর সদর পৌর মেয়র মারুফুল ইসলাম, যশোর জেলা বিএনপি’র সহ-সভাপতি মিজানুর রহমান মিজান, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন এবং বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব তরিকুল ইসলামের ছেলে অনিন্দ্য ইসলাম অমিতসহ ২৩ জনের নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। আমি এ ঘটনার তীব্র  নিন্দা জানাই।

রিপন বলেন, সারাদেশে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদেরকে গ্রেফতারের ধারাবাহিকতায় নাটোরের সাবেক এমপি কাজী গোলাম মোর্শেদ এবং গাজীপুর জেলার টঙ্গী থানা বিএনপি’র সভাপতি চাঁন খানকে গ্রেফতার করা হয়েছে। তাছাড়া দেশব্যাপী বিএনপি নেতা-কর্মীদেরকে হেনস্তা করতে মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে।

অবিলম্বে নাটোরের সাবেক এমপি কাজী গোলাম মোর্শেদ এবং গাজীপুর জেলার টঙ্গী থানা বিএনপি’র সভাপতি চাঁন খান এর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করে তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানান রিপান।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।