ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

কুমিল্লায় ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
কুমিল্লায় ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

কুমিল্লা: কুমিল্লা সদরের কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য ইমরান হোসেন জ্যাকিকে (৩২) গুলি ও কুপিয়ে জখম করেছে ছাত্রলীগের অপর গ্রুপের নেতাকর্মীরা।

রোববার (২২ নভেম্বর) দুপুর সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে।



আহত ইমরান হোসেন জ্যাকি কুমিল্লা সদরের গোবিন্দপুর এলাকার বাসিন্দা। তাকে কুমিল্লা সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগের সমন্বয়ক রোকন উদ্দিন বাংলানিউজকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র জানায়, ইমরান হোসেন জ্যাকি রোববার কলেজে গেলে ছাত্রলীগের অপর গ্রুপের নেতাকর্মীরা তার ওপর হামলা চালায়। এ সময় তাকে গুলি ও কুপিয়ে জখম করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি তদন্ত)মো. সামসুজ্জামান বাংলানিউজকে বলেন, এ বিষয়ে আমরা অবগত নই। খোঁজ নিয়ে দেখছি।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।