ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

ফজলুল হক ব্যাপারীকে গ্রেফতার করায় বিএনপির নিন্দা

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
ফজলুল হক ব্যাপারীকে গ্রেফতার করায় বিএনপির নিন্দা

ঢাকা: মাদারীপুর জেলার কালকিনি উপজেলা বিএনপির সভাপতি ফজলুল হক ব্যাপারীকে গ্রেফতার এবং সাধারণ সম্পাদক মাহবুব মুন্সির বাড়িতে পুলিশি তল্লাশির ঘটনায় নিন্দা জানিয়েছে বিএনপি।

রোববার (২২ নভেম্বর) বিকেলে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানান দলের মুখপাত্র
ড. আসাদুজ্জামান রিপন।



রিপন বলেন, সারাদেশে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদেরকে গ্রেফতারের ধারাবাহিকতায় শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে মাদারীপুর জেলার কালকিনি উপজেলা বিএনপির সভাপতি ফজলুল হক ব্যাপারীকে গ্রেফতার এবং সাধারণ সম্পাদক মাহবুব মুন্সির বাড়িতে পুলিশি তল্লাশি চালানো হয়। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাই।

এছাড়া দেশব্যাপী বিএনপি নেতাকর্মীদেরকে হেনস্তা করতে মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে। এধরনের ঘটনারও নিন্দা জানান তিনি।

রিপন অবিলম্বে ফজলুল হক ব্যাপারীর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করে তার নিঃশর্ত মুক্তির দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।