ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

সাতক্ষীরায় জামায়াতের ১২ কর্মীসহ গ্রেফতার ২৯

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
সাতক্ষীরায় জামায়াতের ১২ কর্মীসহ গ্রেফতার ২৯ ছবি: প্রতীকী

সাতক্ষীরা: সাতক্ষীরায় নাশকতার অভিযোগে জামায়াতের ১২ কর্মীসহ ২৯ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

রোববার (২২ নভেম্বর) রাত থেকে সোমবার ভোর পর্যন্ত জেলার আটটি থানায় এই অভিযান চালানো হয়।



গ্রেফতারকৃতদের মধ্যে জামায়াতের ১২ কর্মীর বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে। বাকিরা নিয়মিত মামলার আসামি।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক জানান, রাতে যৌথবাহিনীর বিশেষ অভিযানে সদর থানায় ১০, কলারোয়ায় চার, তালায় দুই, কালিগঞ্জে পাঁচ, আশাশুনিতে দুই, দেবহাটায় দুই, পাটকেলঘাটায় তিন ও শ্যামনগর থানায় একজন গ্রেফতার হয়েছে।

এদিকে, যুদ্ধাপরাধী আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকরের প্রতিবাদে জামায়াতের ডাকা হরতালের কোনো প্রভাব পড়েনি সাতক্ষীরায়।
সকাল থেকে হরতালের পক্ষে কোথাও কোনো মিছিল, মিটিং বা পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি। যান চলাচলও স্বাভাবিক রয়েছে। ভোমরা স্থলবন্দর কার্যক্রমও চলছে স্বাভাবিকভাবে। দোকানপাট, স্কুল-কলেজ, অফিস-আদালত, ব্যাংক-বীমা খুলেছে যথারীতি। তারপরও নাশকতা এড়াতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।