ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

রাজধানীতে আ.লীগ ও সহযোগী সংগঠনের মিছিল সমাবেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
রাজধানীতে আ.লীগ ও সহযোগী সংগঠনের মিছিল সমাবেশ

ঢাকা: রাজধানীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের হরতাল বিরোধী মিছিল-সমাবেশ চলছে। সোমবার (২৩ নভেম্বর) জামায়াতের ডাকা সকাল সন্ধ্যা হরতাল কর্মসূচির প্রতিবাদে  সকাল থেকেই এসব কর্মসূচি পালিত হচ্ছে।



সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে অবস্থিত আ.লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আলাদা আলাদা সমাবেশ করছে বিভিন্ন সহযোগী সংগঠন। এর আগে বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে সেখানে জড়ো হয় নেতাকর্মীরা।

সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে মিছিল নিয়ে আসে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। সংগঠনের সভাপতি মোল্লা মো. আবু কাওসার ও সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথের নেতৃত্বে সেখানে সমাবেশ চলছে।

ঢাকা মহানগর (দক্ষিণ) যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট নেতৃত্বে সকালে একটি মিছিল কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসে। এরপর শুরু হয় সমাবেশ। সমাবেশে যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী প্রধান অতিথি, সাধারণ সম্পাদক হারুনুর রশিদের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

আওয়ামী কৃষক লীগের সাধারণ সম্পাদক সামছুল হকের নেতৃত্বে সকালে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসে হরতাল বিরোধী একটি মিছিল। সেখানে বর্তমানে তাদের সমাবেশ চলছে।

এছাড়া সকালে মিছিল নিয়ে আসেন ঢাকা মহানগর আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ। বর্তমানে সেখানে তাদের সমাবেশ চলছে। এছাড়া সকালে ঢাকা মহানগর (উত্তর) ছাত্রলীগের সভাপতি সৈয়দ মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমদের নেতৃত্বে বনানী, সাত রাস্তা, মহাখালী, ফার্মগেট ও পান্থপথ এলাকায় হরতাল বিরোধী মিছিল হয়েছে।

অপরদিকে; রাজধানীর পুরান ঢাকা, মিরপুর, বাড্ডাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় আ.লীগ ও সহযোগী সংগঠনের হরতাল বিরোধী মিছিলের খবর পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
এমইউএম/আরইউ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।