ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

নড়াইলে জামায়াত-শিবিরের ৩ নেতাকর্মীসহ গ্রেফতার ২৯

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
নড়াইলে জামায়াত-শিবিরের ৩ নেতাকর্মীসহ  গ্রেফতার ২৯

নড়াইল: নড়াইলে নাশকতা ও পুলিশের ওপর হামলার মামলায় জামায়াত-শিবিরের তিন নেতাকর্মীসহ ২৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
   
রোববার রাত থেকে সোমবার (২৩ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।



এদের মধ্যে নড়াইল সদর থানায় ১০ জন, লোহাগড়ায় ৮ জন, কালিয়ায় ৬ জন এবং নড়াগাতী থানায় ৫ জন রয়েছেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা ও অভিযোগ রয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে কালিয়া উপজেলার খাশিয়াল ইউনিয়ন জামায়াতের রোকন আব্দুল মান্নান (৪০), একই উপজেলার সাতবাড়িয়া গ্রামের জামায়াত কর্মী এনামুল মোল্যা (৪১) এবং নড়াইল সদর উপজেলার হবখালী ইউনিয়ন ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক ইয়াসিন মোল্যা (২২) রয়েছেন।

পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।