ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

উল্লাপাড়ায় জামায়াত-বিএনপির ২০ নেতাকর্মী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
উল্লাপাড়ায় জামায়াত-বিএনপির ২০ নেতাকর্মী গ্রেফতার

সিরাজগঞ্জ: নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জামায়াত-বিএনপির ২০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২২ নভেম্বর) রাতভর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের আটক করা হয়।

আটক নেতাকর্মীদের মধ্যে ৭ জন বিএনপি ও ১৩ জন জামায়াতের।

এরা হলেন-থানা জামায়াতের ক্রীড়া সম্পাদক নাজিম উদ্দিন, বেতবাড়ী গ্রামের জহুরুল ইসলাম, আসাদুল প্রামাণিক, নান্নু মিয়া, নাজমুল, হাসান আলী, আবু কালাম, পূর্ব সাতবাড়ীয়ার জামায়াত কর্মী আব্দুল মালেক, মনসুর আলী, বালশাবাড়ী গ্রামের মোশারফ হোসেন, চর নেওয়ার গাছার ফজলুল হক, উল্লাপাড়া সদরের আবুল কালাম, পাইকপাড়ার জহরুল ইসলাম, বেলাল হোসেন, বাহাদুর আলী, বড় মনহরা গ্রামের জহরুল, এনায়েতপুর গুচ্ছগ্রামের লিটন, নতুন পাইকপাড়ার জালাল উদ্দিন ও পূর্ব দেলুয়া গ্রামের আলহাজ্ব উদ্দিন।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কৌশিক আহম্মেদ বাংলানিউজকে জানান, আটক নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতা ও পুলিশের কাজে বাধাদানের অভিযোগে একাধিক মামলা রয়েছে। এদের মধ্যে ১১ জনের নামে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।