ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

খুলনা মহানগর বিএনপি সভাপতি কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
খুলনা মহানগর বিএনপি সভাপতি কারাগারে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: পুলিশের ওপর হামলা-মামলায় কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু আদালতে আত্মসমর্পণ করেছেন।

সোমবার (২৩ নভেম্বর) বেলা ১১টা ২০ মিনিটের দিকে তিনি খুলনা মহানগর হাকিমের আদালতে (১) আত্মসমর্পণ  করেন।

এসময় আদালতের বিচারক মো. আমিরুল ইসলাম জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

আদালত সূত্র জানায়, ২০১৩ সালের ২৬ নভেম্বর নগরীর পাওয়ার হাউজ মোড়ে বিএনপির কর্মসূচি চলাকালে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় উপপরিদর্শক (এসআই) অনুকুল চন্দ্র ঘোষ বাদী হয়ে দণ্ডবিধি ও বিস্ফোরক আইনের ৩/৫ ধারায় একটি মামলা দায়ের করেন।

তদন্তকারী কর্মকর্তা এসআই আশরাফুল আলম নগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জু এবং সাধারণ সম্পাদক ও কেসিসি’র বরখাস্তকৃত মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনিসহ ৫২ জনের বিরুদ্ধে গত ৩০ এপ্রিল আদালতে চার্জশিট দাখিল করেন।

রোববার (২২ নভেম্বর) আদালত এ মামলায় নজরুল ইসলাম মঞ্জুসহ ১৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এর আগে নগরীর পিটিআই মোড়ে ইজি বাইক ভাঙচুর মামলায় গত ১৬ নভেম্বরও আদালত নজরুল ইসলাম মঞ্জু ও মনিরুজ্জামান মনিসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

এ নিয়ে দু’টি মামলায় গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে ফেরারি হন নগর বিএনপি’র এ দুই শীর্ষ নেতা।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম মাওলা জানান, দু’টি মামলায় জামিনের জন্য নজরুল ইসলাম মঞ্জু সোমবার বেলা ১১টা ২০ মিনিটের দিকে খুলনা মহানগর হাকিমের আদালতে (১) আত্মসমর্পণ  করেন। কিন্তু আদালতের বিচারক মো. আমিরুল ইসলাম ইজি বাইক ভাঙচুর মামলায় জামিন দিলেও পুলিশের ওপর হামলার মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

মঞ্জুর পক্ষে জামিন শুনানির সময় সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মালেক, মঞ্জুর আহমেদ, গোলাম মাওলা, সরদার ইউনুস, মোমরেজুল ইসলাম, মোল্লা মাসুম রশিদ, মাসুদ হোসেন রনি, আব্দুস সবুর, নূরুল হাসান রুবাসহ শতাধিক আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন।

এদিকে, বিএনপি নেতা নজরুল ইসলাম মঞ্জুর আত্মসমর্পণকে কেন্দ্র করে কয়েক হাজার নেতাকর্মী আদালত এলাকায় জড়ো হন। এ সময় আদালত প্রাঙ্গণে পুলিশ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে।

বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
এমআরএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।