ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

খুলনায় আওয়ামী লীগের হরতালবিরোধী মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
খুলনায় আওয়ামী লীগের হরতালবিরোধী মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে খুলনা সদর থানা আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

সোমবার (২৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলে নেতাকর্মীরা জামায়াত-শিবির ও হরতালবিরোধী বিভিন্ন স্লোগান দেন।

এতে নেতৃত্ব দেন সদর থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম। মিছিলে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, ও শ্রমিক লীগের নেতাকর্মীরা অংশ নেন।

শনিবার (২১ নভেম্বর) দিনগত রাতে যুদ্ধাপরাধী জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর করার প্রতিবাদে দেশব্যাপী হরতালের ডাক দেয় দলটি।
 
বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
এমআরএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।