ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

সিলেটে আ’লীগের হরতালবিরোধী মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
সিলেটে আ’লীগের হরতালবিরোধী মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: সিলেটে হরতালবিরোধী মিছিল করেছে আওয়ামী লীগ। জামায়াতের ডাকা হরতালের বিরুদ্ধে সোমবার (২২ নভেম্বর) দুপুরে নগরীর কোর্ট পয়েন্ট থেকে বিশাল মিছিল বের করেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।



মিছিলটি জিন্দাবাজার হয়ে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। মিছিলপরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, বাংলার মাটি মুক্তিযোদ্ধাদের ঘাটি। এই মাটিতে স্বাধীনতা বিরোধীচক্রের কোনো জায়গা নেই।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
এনইউ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।