ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

নেত্রকোনায় বিএনপি-জামায়াতের ৮ নেতাকর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
নেত্রকোনায় বিএনপি-জামায়াতের ৮ নেতাকর্মী আটক

নেত্রকোনা: নেত্রকোনার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের আট নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় বাংলানিউজকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খান মোহাম্মদ আবু নাসের।



তিনি জানান, নাশকতা চালাতে পারে এমন আশঙ্কায় রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক নেতাকর্মীরা হলেন- নেত্রকোনা সদর উপজেলার বাগরা গ্রামের জামায়াত কর্মী দুই ভাই মৃত কিতাব আলীর ছেলে খায়রুল ইসলাম (২৪) ও রমজান ইসলাম (৩১), কেন্দুয়া উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শরাপাড়া গ্রামের মিছির উদ্দিনের ছেলে মো. মাওলানা ছাত্তার সিরাজি (৪৬) ও জামায়াত সমর্থক হাসকান্দা গ্রামের মৃত শাহাব উদ্দিনের ছেলে মোস্তাফিজুর রহমান (৪৬), বিএনপি সদস্য নওয়াপাড়া গ্রামের নাজিম উদ্দিনের ছেলে সাঈদুল ইসলাম (২৮), বারহাট্টা উপজেলার বিএনপি সমর্থক নয়াহাটি গ্রামের রাধাচরণ দাসের ছেলে উজ্জ্বল নমদাস (২৫), মদন উপজেলার জামায়াতের সদস্য চানগাঁও পশ্চিম পাড়া গ্রামের শাহজাহান ইয়ার আহাম্মদ (৫২), খালিয়াজুরী উপজেলার বিএনপি কর্মী পুরাতনহাটি গ্রামের আক্তার হোসেন (৫৫)।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।