ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

বুলু-সোহেলসহ ২৩ জনের বিরুদ্ধে ওয়ারেন্ট

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
বুলু-সোহেলসহ ২৩ জনের বিরুদ্ধে ওয়ারেন্ট বরকত উল্লাহ বুলু, হাবিব-উন-নবী খান সোহেল ও শামসুর রহমান শিমুল

ঢাকা: রাজধানীর বিমানবন্দর থানার বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, মহানগর বিএনপির মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল ও বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুলসহ ২৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারি করেছেন আদালত।

সোমবার (২৩ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কামরুল হোসেন মোল্লা মামলার চার্জশিট আমলে নিয়ে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।



বুলু, সোহেল ও শিমুল বিশ্বাসসহ ২৩ জনই আদালতে অনুপস্থিত ছিলেন।

গত ৪ ফেব্রুয়ারি নাশকতার অভিযোগে বিমানবন্দর থানা পুলিশ এ মামলাটি দায়ের করেন। জামিনপ্রাপ্ত ১০ আসামি আদালতে হাজির ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
এমআই/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।