ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

মোকতাদির চৌধুরীকে নাগরিক সংবর্ধনা দেবে ব্রাহ্মণবাড়িয়াবাসী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
মোকতাদির চৌধুরীকে নাগরিক সংবর্ধনা দেবে ব্রাহ্মণবাড়িয়াবাসী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে নাগরিক সংবর্ধনা দেবে ব্রাহ্মণবাড়িয়াবাসী।

২৫ নভেম্বর (বুধবার) 'জননেতা উবায়দুল মোকতাদির চৌধুরী নাগরিক সংবর্ধনা কমিটি'র উদ্যোগে এ সংবর্ধনার দেওয়া হবে।

এরই মধ্যে কমিটির পক্ষ থেকে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

সংবর্ধনা অনুষ্ঠানে ৩০ হাজার লোকের সমাগম ঘটবে বলে আশা করছে আয়োজকরা।

উবায়দুল মোকতাদির চৌধুরী নাগরিক সংবর্ধনা কমিটির সদস্য সচিব ওসমান গণি সজীব বাংলানিউজকে জানান, সংবর্ধনা সফল করতে এরইমধ্যেই সব প্রস্ততি সম্পন্ন করা হয়েছে। এখন চলছে মঞ্চ ও সভাস্থল ডেকোরেশনের কাজ।

তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষা, শিল্প, সাহিত্য-সংস্কৃতি, ক্রীড়া ও অবকাঠামোগত উন্নয়নে ব্যাপক অবদান রাখায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে এই জনপদের সব সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী, ব্যবসায়ি, রাজনীতিক, শিক্ষাবিদ, মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের লোকজন সংবর্ধনা দেবে বলে সিদ্ধান্ত নেয়।

সে অনুযায়ী স্থানীয় অন্তত ৪৫টি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করা হয়েছে।

ওসমান গণি সজীব জানান, এই সংবর্ধনা অনু্ষ্ঠান ঐতিহাসিক সংবর্ধনায় পরিণত হবে।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।