ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

যশোরে জামায়াতের ২৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
যশোরে জামায়াতের ২৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

যশোর: যশোর জেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার নূরন্নবীসহ ২৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে যশোর উপশহর পুলিশ ফাঁড়রি ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ইউসুফ হোসনে বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় এ মামলা করেন।


 
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আককাস আলী বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, রোববার (২২ নভেম্বর) রাতে যশোরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন ও সহকারী পুলশি সুপার (সার্কেল-ক) ভাস্কর সাহার নেতৃত্বে যৌথবাহিনী সদর উপজেলার বিরামপুর গ্রামে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের গোপন বৈঠক চলাকালে পাঁচটি পেট্রোলবোমা ও চারটি বাঁশের লাঠিসহ ৫ জনকে আটক করেন।

সোমবার ওই ৫ জনসহ ২৫ নেতাকর্মীর নামে নাশকতার অভিযোগে মামলা করা হয়।

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।