ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

মিঠামইনে আগুনে আ.লীগ কার্যালয়সহ ৩০ দোকান পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৪ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
মিঠামইনে আগুনে আ.লীগ কার্যালয়সহ ৩০ দোকান পুড়ে ছাই ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের মিঠামইনে আগুনে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়সহ ৩০টি দোকান ভস্মিভূত হয়েছে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


 
সোমবার (২৪ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
 
স্থানীয়রা জানায়, মধ্যরাতে বাজারের কোনো একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে যায়। স্থানীয়রা আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এর মধ্যে আগুনে মিঠামইন উপজেলা আওয়ামী লীগের কার্যালয়সহ প্রায় ৩০টি দোকান পুড়ে যায়।  
 
মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজ হায়দার ভূইয়া,  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোকসেদুল আলম ও অষ্টগ্রাম সার্কেলের এএসপি শহিদুল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
 
উপজেলা পিআইও মোকসেদুল আলম বাংলানিউজকে বলেন, অগ্নিকাণ্ডে আওয়ামী লীগ কার্যালয়সহ প্রায় ৩০টি দোকান ভস্মিভূত হয়েছে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
 
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বাংলানিউজকে বলেন, ধারণা করা হচ্ছে আওয়ামী লীগ কার্যালয়ের পাশে একটি  কম্পিউটার ও মোবাইল সার্ভিসের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।  
 
বাংলাদেশ সময়: ০৮১২ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫   
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।