ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

এরশাদের সঙ্গে সাক্ষাৎ করলেন বার্নিকাট

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
এরশাদের সঙ্গে সাক্ষাৎ করলেন বার্নিকাট জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট

ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।

মঙ্গলবার (২৪ নভেম্বর) তাদের মধ্যে এ সাক্ষাৎ হয় বলে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।



সাক্ষাতে এরশাদ ও বার্নিকাটের মধ্যে বিভিন্ন ইস্যুর পাশাপাশি চরমপন্থি মোকাবেলার বিষয়েও আলোচনা হয়।

বার্নিকাট জানান, চরমপন্থিদের হুমকি মোকাবেলার বিষয়টি যে কতোটা জটিল, তা যুক্তরাষ্ট্র বোঝে। তাই এ ব্যাপারে তার দেশ অংশীদারদের সহায়তা দিতে সবসময়ই প্রস্তুত।

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের বিষয়ে তিনি বলেন, দুই দেশের মধ্যে সুসম্পর্ক আরও জোরদার হলে পারস্পরিক কল্যাণ ও আঞ্চলিক নিরাপত্তার প্রসার ঘটবে।

বার্নিকাট বলেন, আমাদের দু’দেশেকে যে সাধারণ সমস্যাগুলোর মুখোমুখি হতে হয়, তা মোকাবেলায় আমরা বাংলাদেশের জনগণের পাশে আছি।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
পিআর/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।