ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপি-জামায়াতের মদদে বিদেশিদের ওপর হামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
বিএনপি-জামায়াতের মদদে বিদেশিদের ওপর হামলা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জ: স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, দেশের অগ্রগতিতে ঈর্ষান্বিত হয়ে এবং যুদ্ধাপরাধীদের বিচার বানচালের ষড়যন্ত্রের অংশ হিসেবে বিএনপি-জামায়াতের মদদে বিদেশি নাগরিকদের ওপর হামলা চালানো হচ্ছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় সিরাজগঞ্জ শহরের শহীদ এম মনুসর আলী অডিটরিয়ামে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সদ্য প্রয়াত আজাহার আলী খানের (রাজা খাঁ) স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।




নাসিম বলেন, বাংলাদেশে আইএসের কোনো অস্তিত্ব নেই। কোনদিন আইএস ঢুকতেও পারবে না।

তিনি বলেন, দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র মোকাবেলা  ও আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে শীর্ষ দুই যুদ্ধাপরাধীর ফাঁসি কার্যকর করেছেন শেখ হাসিনা।

মরহুম রাজা খাঁ সম্পর্কে তিনি বলেন, সিরাজগঞ্জে আওয়ামী লীগকে সুসংগঠিত করতে তার ভূমিকা অপরিসীম।

সদর উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম মাস্টারের সভাপতিত্বে স্মরণসভায় আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না, আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম খান, সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান দুদু, মরহুমের বড় ছেলে লিয়াকত আলী খান ও জেলা ছাত্রলীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমন।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।