ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

আগৈলঝাড়ায় বিএনপি-জামায়াতের ১১ নেতাকর্মী কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
আগৈলঝাড়ায় বিএনপি-জামায়াতের ১১ নেতাকর্মী কারাগারে

বরিশাল: বরিশালে বিএনপি ও জামায়াতের ১১ নেতাকর্মীর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। তারা জেলার আগৈলঝাড়া উপজেলায় হরতাল-অবরোধে বিআরটিসি বাস ও পিকআপ ভ্যানে অগ্নিসংযোগ মামলার চার্জশিটভুক্ত আসামি।



মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে আসামিরা বরিশাল জেলা ও দায়রা জজ আনোয়ারুল হকের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে তা না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন তিনি।

তাদের মধ্যে উপজেলা ছাত্রদলের সভাপতি সামসুল হক খোকন, সাধারণ সম্পাদক হেমায়েত তালুকদার, কলেজ ছাত্রদলের সভাপতি রাজ্জাক ফকির, শ্রমিকদলের সভাপতি কামরুল ইসলাম জুয়েল মোল্লা, সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য আশিষ বাড়ৈ, ছাত্রদল নেতা মিজান মোল্লা ও বাচ্চু মোল্লা ফলবাহী পিকআপ ভ্যান পোড়ানো মামলার আসামি।

এছাড়া বিআরটিসি বাস পোড়ানো মামলার আসামিরা হলেন- জামায়াত নেতা ও ইউনিয়ন পরিষদ সদস্য আনোয়ার হোসেন আনু, যুবদল নেতা শিপন হাওলাদার, মিলন মোল্লা ও মিজানুর রহমান।

আদালতের বেঞ্চ সহকারী ফারুক হোসেন মামলার বরাত দিয়ে জানান, ১৩ জানুয়ারি রাত ৩টার দিকে আগৈলঝাড়া থেকে বেনাপোলগামী বিআরটিসি বাস (ঢাকা মেট্রো-ব-১১-১৪২৪) উপজেলা সদরের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজ গেটে পার্কিং করা ছিল।

এসময় ওই গাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় অবরোধকারীরা। অপরদিকে, ৮ ফেব্রুয়ারি গভীররাতে অবরোধ চলাকালে আগৈলঝাড়া-গোপালগঞ্জ মহাসড়কের বাইপাস সড়কে ফলবাহী পিকআপ ভ্যানে (খুলনা মেট্রো ন-১১-০৮৩৩)  অগ্নিসংযোগ করা হয়। দু’টি ঘটনায় পুলিশ বাদী হয়ে দু’টি মামলা দায়ের করে। ওই মামলায় মঙ্গলবার দুপুরে হাজিরা দিতে এসেছিলেন তারা।

বাংলাদেশ সময়:  ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।