ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

পলাশবাড়ীতে বিএনপি-জামায়াতের ৬ নেতাকর্মী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
পলাশবাড়ীতে বিএনপি-জামায়াতের ৬ নেতাকর্মী গ্রেফতার ছবি : প্রতীকী

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বিএনপি ও জামায়াত-শিবিরের ছয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়।



এরা হলেন-উপজেলার হোসেনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি লক্ষ্মীপুর গ্রামের হজরত আলী (৫৫), একই গ্রামের জামায়াত কর্মী কোরবান আলী (৫০), মহদীপুর ইউনিয়নের দয়ারপাড়ার জামায়াত কর্মী আল-আমিন (৩৫), চন্ডিপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে শিবির কর্মী শাহীন মিয়া (৩২) ও রাশেদ শামীম (৩০) এবং বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার বানিয়াখালী গ্রামের জামায়াত কর্মী দেলোয়ার হোসেন (৪৫)।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বাংলানিউজকে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা-সহিংতার একাধিক মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।