ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

আওয়ামী লীগের জরুরি সভা বৃহস্পতিবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
আওয়ামী লীগের জরুরি সভা বৃহস্পতিবার

ঢাকা: আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও সংসদীয় বোর্ডের জরুরি সভা ডাকা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৬টায় গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দলটি।



সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও সংসদীয় বোর্ডের সকল সদস্যকে সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সভায় পৌরসভা নির্বাচন, আওয়ামী লীগের কাউন্সিল, দলটির সাংগঠনিক অবস্থাসহ বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিষয়ে আলোচনা হতে পারে।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
এমইউএম/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।