ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

আটক নেতাদের নিঃশর্ত মুক্তি দাবি বিএনপির

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
আটক নেতাদের নিঃশর্ত মুক্তি দাবি বিএনপির ড. আসাদুজ্জামান রিপন

ঢাকা: আটক বিএনপি নেতাদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন।

বুধবার (২৫ নভেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।



নোয়াখালী জেলা ছাত্রদল সভাপতি নুরুল আমিন খানসহ বিএনপি নেতাকর্মীরা আদালতে হাজিরা দিতে গেলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

এ ঘটনায় নিন্দা প্রকাশ করে দেওয়া বিবৃতিতে ড. আসাদুজ্জামান রিপন বলেন, সারাদেশে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও গ্রেফতারের অংশ হিসেবেই তাদরে জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয়েছে।

অবিলম্বে আটক নেতাদের বিরুদ্ধে দায়ের মিথ্যা মামলা প্রত্যাহার করে তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানান বিএনপির এ মুখপাত্র।

অপর এক বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব মো. শাহজাহান নেতাদের কারাগারে পাঠানোর নিন্দা জানিয়ে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

বাংলাদশে সময়: ১৪৪৮ ঘণ্টা, নভম্বের ২৫, ২০১৫
পিরআর/ওএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।