ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

ময়মনসিংহ আ’লীগে জটিলতা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
ময়মনসিংহ আ’লীগে জটিলতা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

ময়মনসিংহ: ময়মনসিংহ আওয়ামী লীগের নামে ব্যক্তির ইচ্ছা পূরণের অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দলের জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার।

বুধবার (২৫ নভেম্বর) সাংবাদিকদের কাছে পাঠানো এক বিবৃতিতে তিনি বিদ্যমান এ জটিলতা নিরসনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।



বিবৃতিতে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অভিযোগ করেন, অবৈধ পন্থায় ব্যক্তি ইচ্ছায় জেলা কমিটির শূন্য পদে গত বছরের নভেম্বরে কো-অপ্ট (শূন্য পদ পূরণ) করা নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। এ জটিলতা দূর না করে জেলা আওয়ামী লীগের কার্যকরী পরিষদের সভা আহ্বান করা সম্ভব হচ্ছে না।

অবৈধভাবে কো-অপ্ট করার বিষয়টি কেন্দ্রীয়ভাবে গৃহীত হয়নি উল্লেখ করে তিনি বলেন, মুক্তিযোদ্ধা সংসদের বিভিন্ন পর্যায়ে নির্বাচন করতে গিয়ে জেলা আওয়ামী লীগের যেসব নেতারা পদত্যাগ করেছিলেন, তাদের পুনরায় জেলা কমিটিতে ফিরিয়ে আনার কোনো বিধান নেই। কিন্তু ব্যক্তি ইচ্ছায় সেটি করারও চেষ্টা চালানো হচ্ছে। এ কারণেই জেলা কমিটির সভা আহ্বান করা সম্ভব হয়নি।

ক’দিন আগে জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় নান্দাইল উপজেলা আওয়ামী লীগের কমিটি ভেঙে দিয়ে নতুন আহবায়ক কমিটি গঠনেরও কড়া সমালোচনা করেন সাবেক সংসদ সদস্য মতিন সরকার।

এ প্রসঙ্গে তিনি বলেন, নান্দাইল উপজেলা কমিটি সম্মেলনের মাধ্যমে নির্বাচিত। এ কমিটি ভেঙে দেওয়ার কোনো এখতিয়ার জেলা কমিটির নেই। সংগঠন কোনো ব্যক্তির নয়, সংগঠন অবশ্যই গঠনতন্ত্রের বিধি বিধান অনুযায়ীই চলবে।

দলের বিদ্যমান এ জটিলতা নিরসনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করে তিনি বলেন, জেলা আওয়ামী লীগের জটিলতার বিষয়ে নেত্রীই সিদ্ধান্ত নেবেন। জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা তার সিদ্ধান্তকে স্বাগত জানানোর অপেক্ষায় রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।