ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

পৌর নির্বাচন

২৯ নভেম্বর জাপার মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
২৯ নভেম্বর জাপার মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার

ঢাকা: পৌরসভা নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন প্রত্যাশীদের আগামী ২৯ নভেম্বর সাক্ষাতকার গ্রহণ করা হবে। ওইদিন সকাল ১০টায় রাজধানীর বনানীস্থ জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাতকার নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


 
চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ নিজেই মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার গ্রহণ করবেন। নির্বাচন কমিশন ঘোষিত ২৩৪টি পৌরসভার প্রার্থীদের সাক্ষাতকার অনুষ্ঠানে উপস্থিত থাকতে বলা হয়েছে।
 
সংশ্লিষ্ট পৌরসভাগুলোর জেলার সভাপতি, সাধারণ সম্পাদকদের সাক্ষাতকার অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।
 
এর আগে ৩ নভেম্বর জেলা কমিটিগুলোকে স্ব-স্ব জেলার পৌরসভা সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রণয়ন করার নির্দেশ দেওয়া হয়েছিল। যা ২০ নভেম্বরের মধ্যে পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে জমা দিতে বলা হয়।
 
বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
এসআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।