ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

স্থানীয় নির্বাচনের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি বিএনপি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৮ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
স্থানীয় নির্বাচনের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি বিএনপি

ঢাকা: স্থানীয় নির্বাচনে যাওয়ার ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বিএনপি। দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক শেষে বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপনকে দিয়ে একথা বলিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।


 
টানা আড়াই ঘণ্টা বৈঠক শেষে বুধবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন তিনি।
 
রিপন বলেন, বিএনপি স্থানীয় নির্বাচনে যাবে কি যাবে এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌছানো সম্ভব হয়নি। তবে, তফসিল ঘোষণার পর প্রার্থী মনোনয়নের আগেই এ ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দেওয়া হবে।
 
তিনি বলেন, জাতীয় কাউন্সিল, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ম্যাডামের দুই মাস লন্ডনে অবস্থানসহ সব বিষয়ে আজকের বৈঠকে আলোচনা হয়েছে।
 
এর আগে, বুধবার (২৫ নভেম্বর) রাত ৯টার দিকে স্থায়ী কমিটির সদস্যসহ ঢাকায় অবস্থানরত শীর্ষ নেতাদের নিয়ে বৈঠকে বসেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
 
এতে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, ড. আবদুল মইন খান, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদে, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক, সাবিহউদ্দিন আহমেদ, বিএনপির যুগ্ম-মহাসচিব মোহাম্মদ শাহজাহান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, দফতর সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।
 
দু’মাসেরও বেশি সময় লন্ডন সফর শেষে দেশে ফেরার পর খালেদা জিয়া দলীয় নেতাদের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক বৈঠক এটি। ব্যক্তিগত সফরে গত ১৫ সেপ্টেম্বর লন্ডন যান তিনি। লন্ডনে অবস্থানকালে দুই চোখ ও পায়ের চিকিৎসা করান বিএনপি প্রধান। শনিবার (২১ নভেম্বর) রাতে দেশে ফেরেন খালেদা জিয়া।
 
দু’দিন বাসায় বিশ্রাম নিয়ে মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে গুলশান দুই নম্বর সেক্টরের ৮৬ নম্বর রোডে তার রাজনৈতিক কার্যালয়ে অফিস করেন বিএনপি চেয়ারপারসন। দীর্ঘদিন পর অফিসে আসার পর তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দল ও অঙ্গ সংগঠনগুলোর নেতারা।
 
বাংলাদেশ সময়: ২৩৪০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
এজেড/এমজেড

** শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে খালেদা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।