ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

রাজবাড়ীতে আ.লীগ কর্মীকে কুপিয়ে জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
রাজবাড়ীতে আ.লীগ কর্মীকে কুপিয়ে জখম ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজবাড়ী: রাজবাড়ীতে সাইদুল ইসলাম (৩২) নামে আওয়ামী লীগের এক কর্মীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
 
বুধবার (২৫ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে রাজবাড়ী শহরের সজ্জনকান্দা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মাঠের পাশে এ ঘটনা ঘটে।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা।  
 
আহত সাইদুল জেলা সদরের লক্ষ্মীকোল গ্রামের মৃত আশরাফ আলি মাস্টারের ছেলে।
 
সাইদুলের ভাই শাহিন বাংলানিউজকে বলেন, রাতে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে পৌর নির্বাচনে মেয়র প্রার্থী পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি মহম্মদ আলী চৌধুরীর নির্বাচনী সভা শেষে ফেরার পথে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে সাইদুলকে এলোপাথাড়ি কুপিয়ে আহত করে।  
 
জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক সৌরভ শিকদার বাংলানিউজকে বলেন, আহত সাইদুলের বাম কানে ও গলায় ধারালো অস্ত্রের গভীর ক্ষত রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।  
 
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আওলাদ হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্বৃত্তদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।  
 
বাংলাদেশ সময়: ০৩৪০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫    
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।