ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

রাজবাড়ী জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
রাজবাড়ী জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি

রাজবাড়ী: রাজবাড়ী জেলা জাতীয় পার্টির (জাপা) আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ১১১ সদস্য বিশিষ্ট এ কমিটির আহ্বায়ক করা হয়েছে শাহাদত হোসেন মিল্টনকে।



বুধবার (২৫ নভেম্বর) রাত ৮টায় পাঠানো জাপার দপ্তর সম্পাদক সুলতান মাহমুদ স্মাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাপার চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ দলীয় গঠনতন্ত্রের ৩৯ ধারাবলে মেয়াদ উত্তীর্ণ পূর্বের কমিটি বাতিল করে আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছেন।

কমিটির যুগ্ম আহ্বায়করা হলেন, খন্দকার গোলাম কবির, মো. আবুল হোসেন, আশরাফ আলী, শাহ মো. রকিবুল ইসলাম শামিম, মো. লিয়াকত আলী, সার্জেন্ট (অব.) আব্দুল মান্নান, মো. শুকুর চৌধুরী, ওসমান মন্ডল ও মাওলানা লুৎফর রহমান।

নতুন কমিটির আহ্বায়ক ও জাপার জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শাহাদত হোসেন মিল্টন বাংলানিউজকে জানান, চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই সম্মেলন করা হবে।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।