ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

সংবাদ বিজ্ঞপ্তিতে ‘ময়মনসিংহ জামায়াতের ঝটিকা মিছিল’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
সংবাদ বিজ্ঞপ্তিতে ‘ময়মনসিংহ জামায়াতের ঝটিকা মিছিল’

ময়মনসিংহ: বিভিন্ন ইস্যুতে ময়মনসিংহ শহরে জামায়াতকর্মীরা ঝটিকা মিছিল করেছেন, সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হলেও বিষয়টি সম্পূর্ণ মিথ্যা দাবি করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে স্থানীয় সাংবাদিকদের ই-মেইলে দলটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিছিলটি শহরের ব্রিজের মোড় থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ঘুরে র‌্যালির মোড়ে গিয়ে শেষ হয়।

সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশও অনুষ্ঠিত হয়।

ই-মেইলে বিজ্ঞপ্তির সঙ্গে ঝটিকা মিছিলের একটি ছবিও সংযুক্ত রয়েছে, যাতে একটি ব্যানারসহ ১২ জন নেতাকর্মীকে দেখা যাচ্ছে।

তবে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, এ ধরনের মিছিলের খবর গুজব। ‘মিডিয়া কাভারেজ’র জন্য পুরনো ছবি নতুন করে পাঠিয়ে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে জামায়াত-শিবির।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
এটি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।