ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপি জামায়াতবাদী দলে পরিণত হয়েছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
বিএনপি জামায়াতবাদী দলে পরিণত হয়েছে কামরুল হাসান নাসিম

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয়তাবাদী দল থেকে জামায়াতবাদী দলে পরিণত হয়েছে। বিএনপি পুনর্গঠনের জন্য গঠনতন্ত্র অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে, জাতীয়তাবাদী জনতার উচ্চ আদালত গঠনের ঘোষণা দেয়া হয়েছে।



বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী জনতার নিম্ন আদালত গঠন করে এ রায় দেন 'আসল' বিএনপির নেতা কামরুল হাসান নাসিম।

বিএনপির সুনির্দিষ্ট পাঁচটি অসুখ সারানোর লক্ষ্যে এ আদালত প্রতিষ্ঠা করা হয়েছে উল্লেখ করে আদালতে বাদীর কাঠগড়ায় দাঁড়িয়ে নাসিম বলেন, বিএনপি জাতীয়তাবাদী শক্তি থেকে জামায়াতবাদী শক্তিতে পরিণত হয়েছে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে এ অবস্থা থেকে পুনরুদ্ধার  করতে হবে।

এ সময় নাসিম তার সঙ্গে আসা লোকজনের উদ্দেশ্যে দলীয় সংবিধান স্থগিতের জন্য রায় দাবি করেন। উপস্থিত জনতা এ সময় ‘হ্যাঁ’ বলে সমস্বরে বিএনপির গঠনতন্ত্র স্থগিতের রায় দেয়।

বিএনপির সভানেত্রী খালেদা জিয়া, সিনিয়র সহ-সভাপতি তারেক রহমানের নেতৃত্ব নিয়েও এ সময় প্রশ্ন তোলেন নাসিম।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
এইচআর/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।