ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

মাগুরা আ’লীগের সভাপতি তানজেল হোসেন খান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৯ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
মাগুরা আ’লীগের সভাপতি তানজেল হোসেন খান তানজেল হোসেন খান

মাগুরা: মাগুরা জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতা ও সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা তানজেল হোসেন খানকে দলটির জেলা সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে এ মনোনয়নের বিষয়টি জানানো হয়।

দলীয় সভাপতি শেখ হাসিনা এ মনোনয়ন দিয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

তানজেল হোসেন খান বাংলানিউজকে জানান, আজ (বৃহস্পতিবার) রাতে তিনি ই-মেইলে চিঠিটি পেয়েছেন।

উল্লেখ্য, গত ৮ মার্চ জেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রফেসর ডা. এম এস আকবর এমপিকে জেলা আওয়ামী লীগের সভাপতি, পংকজ কুন্ডুকে সাধারণ সম্পাদক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাডভোকেট বীরেন শিকদারকে জ্যেষ্ঠ সহ-সভাপতি ও আবু নাসির বাবলুকে সহ-সভাপতি করে মৌখিকভাবে কমিটি ঘোষণা দেন কেন্দ্রীয় নেতারা। এর পরদিন হার্ট অ্যাটাকে প্রফেসর ডা. এম এস আকবরের মৃত্যু হলে সভাপতির পদটি শূন্য হয়।

বাংলাদেশ সময়: ০৪৪৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।