ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

ফেনী যুবদলের সেক্রেটারি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৪ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
ফেনী যুবদলের সেক্রেটারি গ্রেফতার

ফেনী: ফেনী জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পাটোয়ারীকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে ফেনী শহরের রামপুর এলাকার নিজ বাসা থেকে র‌্যাপিড় অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭) ফেনী ক্যাম্পের একটি দল তাকে গ্রেফতার করে।



আনোয়ার হোসেনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ফেনী মডেল থানায় ১৭টি মামলা রয়েছে। এর মধ্যে ৩টি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

র‌্যাব-৭ ফেনী ক্যাম্প কমান্ডার মেজর মোজাম্মেল হোসেন বাংলানিউজকে জানান, আনোয়ার হোসেন পটোয়ারীকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯১৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।