ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

'সংগঠন করুন, নেত্রীর বদনাম নয়'

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
'সংগঠন করুন, নেত্রীর বদনাম নয়' ছবি: রাজীব/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: 'ভালো সংগঠন করে দলকে শক্তিশালী করুন, কিন্তু চাঁদাবাজি করে দলের বা নেত্রীর বদনাম করবেন না'- বলেছেন সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সতীশ চন্দ্র রায়।

শুক্রবার (২৭ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় দলীয় নেতাকর্মীর উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।



'প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধারাবাহিক সাফল্য ও সমকালীন রাজনীতি' শীর্ষক এ সভার আয়োজন করে বাংলাদেশ আওয়ামী কর্মজীবী লীগ।

তিনি বলেন, মানুষ কম শোকে কাতর হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অধিক শোকে পাথর হয়েছেন। তার শক্তি বাড়ান, দুর্বলতা বাড়াবেন না। সংগঠন করে চাঁদাবাজি করলে নেত্রী কখনোই তাদের আপন করবেন না।

সতীশ বলেন, নেত্রী পরিবার হারিয়ে দেশের উন্নয়নে সব মনোযোগ ঢেলে দিয়েছেন। তাকে সহযোগিতা করুন। নিজের পকেটের টাকা ব্যয় করে দলের কাজ করার মানসিকতা রাখতে হবে।

সংগঠনের সভাপতি নুরুল আলম চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহে আলম মুরাদ, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মো. সালাহউদ্দিন সুমন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
এসকেএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।