ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

ময়মনসিংহে বিএনপি নেতাদের বাসায় তল্লাশি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
ময়মনসিংহে বিএনপি নেতাদের বাসায় তল্লাশি

ময়মনসিংহ: ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদসহ বিভিন্ন পর্যায়ের নেতাদের বাসায় তল্লাশি চালিয়েছে যৌথ বাহিনী।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলে এ তল্লাশি অভিযান।



কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আট থেকে ১০টি স্পটে তল্লাশি চালানো হয়েছে। তবে নেতারা আত্মগোপনে থাকায় এ অভিযানে কাউকে আটক করতে পারেনি যৌথ বাহিনী।
 

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
এসএস


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।