ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

শিয়া মসজিদে হামলায় ওয়ার্কার্স পার্টির উদ্বেগ

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
শিয়া মসজিদে হামলায় ওয়ার্কার্স পার্টির উদ্বেগ

ঢাকা: বগুড়ায় শিয়া মসজিদে সন্ত্রাসী হামলা চালিয়ে মসজিদে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা।

একই সঙ্গে এ ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের বিচার দাবি করেছেন তারা।



শুক্রবার (২৭ নভেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, শিয়া মসজিদে সন্ত্রাসী হামলা চালিয়ে মসজিদের মুয়াজ্জিনকে হত্যা ও তিনজনকে আহত করার ঘটনায় আমরা গভীর উদ্বেগ, ক্ষোভ ও নিন্দা জানাচ্ছি।

‘মসজিদে মুসল্লিদের ওপর এই আক্রমণ অত্যন্ত জঘণ্য ও বর্বরোচিত। বাংলাদেশে সব ধর্ম পালনের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সহঅবস্থানের ঐতিহ্য দীর্ঘদিনের। কিন্তু সম্প্রতি তাজিয়া মিছিলপূর্ব সমাবেশে বোমা হামলার পর বগুড়ার শিয়া মসজিদে এ হামলা কোনো স্বাভাবিক ঘটনা নয়। ’

এর পিছনে সুদ‍ূরপ্রসারী ষড়যন্ত্র কাজ করছে বলেও অভিযোগ করেন তারা।

দ্রুত ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করে তাদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয় বিবৃতিতে।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।