ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

শহীদ ডা. মিলন দিবসে ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
শহীদ ডা. মিলন দিবসে ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা

ঢাকা: শহীদ ডা. মিলনের ২৫তম মৃত্যুবার্ষিকীতে তার কবরে ও স্মৃতিফলকে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৭ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শহীদ ডা. মিলনের কবরে ও ৮টায় টিএসসি’র মোড়ে ডা. মিলন চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।



এ সময় পার্টির পলিটব্যুরো সদস্য কামর‍ুল আহসান, কেন্দ্রীয় সদস্য আমিরুল হক আমিন, মোস্তফা আলমগীর রতন, সাব্বাহ আলী খান কলিন্স, ঢাকা মহানগর সম্পাদক সভাপতি আবুল হোসাইন, সাধারণ সম্পাদক কিশোর রায়, মহানগর নেত্রী মুর্শিদা আখতার নাহার, সাবেক ছাত্রনেতা বাপ্পাদিত্য বসু, তানভীর রুসমত প্রমুখ বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।