ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

রামগতিতে যুবলীগের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
রামগতিতে যুবলীগের সমাবেশ অনুষ্ঠিত

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় আওয়ামী যুবলীগের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার আলেকজান্ডার আ স ম আবদুর রব সরকারি কলেজ মাঠে উপজেলা যুবলীগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।



রামগতি উপজেলা যুবলীগের আহ্বায়ক মেজবাহ উদ্দিন হেলালের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন।

বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আজহার উদ্দিন ও  জেলা যুবলীগের আহ্বায়ক সৈয়দ আহাম্মদ পাটওয়ারী।

লক্ষ্মীপুর জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ও সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু, যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট রহমত উল্লাহ বিপ্লবসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সমাবেশে বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।