ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

‘রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পাননি ডা. মিলন’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
‘রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পাননি ডা. মিলন’

ঢাকা: নব্বইয়ের গণঅভ্যূত্থানে নিহত শহীদ ডা. শামস উল আলম খান মিলনকে আজও রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন তার মা সেলিনা আখতার।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসির সড়ক দ্বীপে আয়োজিত এক আলোচনা সভায় এ মন্তব্য করেন।



ডা. মিলনের ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে শহীদ ডা. মিলন সংসদ।

মিলনের মা সেলিনা আখতার বলেন, শুধু মিলনের মৃত্যু দিবসে আমরা তাকে নিয়ে আলোচনা করি। কিন্তু তাকে মনে রাখার জন্য আজ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে কোনো স্বীকৃতি দেওয়া হয়নি।

এ প্রসঙ্গে সভার প্রধানবক্তা তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, রাজধানীর যে কোনো একটি সড়ক মিলনের নামে নামকরণ করার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন করা হবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বাংলাদেশ কমিনিউস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশ চিকিৎসক সংসদের সভাপতি ডা. মাহবুবুর রহমান চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
জেডএফ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।