ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

সাতক্ষীরায় জামায়াতের ৩ কর্মীসহ গ্রেফতার ৩৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
সাতক্ষীরায় জামায়াতের ৩ কর্মীসহ গ্রেফতার ৩৪

সাতক্ষীরা: সাতক্ষীরা জেলার আট থানায় অভিযান চালিয়ে জামায়াতের তিন কর্মীসহ ৩৪ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত থেকে শনিবার ভোর পর্যন্ত এই অভিযান চালানো হয়।



এ ৩৪ জনের মধ্যে নাশকতার আশঙ্কায় জামায়াতের তিন কর্মীকে আটক করা হয়েছে। বাকিরা বিভিন্ন মামলার আসামি।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক (এসআই) ইনামুল হক জানান, রাতে যৌথবাহিনীর অভিযানে সদর থানায় ১০, কলারোয়ায় চার, তালায় তিন, কালিগঞ্জে পাঁচ, শ্যামনগরে সাত, আশাশুনিতে দুই, দেবহাটায় দুই ও পাটকেলঘাটা থানায় একজনকে গ্রেফতার করা হয়।

শনিবার দুপুরের মধ্যে তাদের আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।