ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

‘খালেদাকে প্রচারণার সুযোগ দিয়ে ঠিক করেনি ইসি’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
‘খালেদাকে প্রচারণার সুযোগ দিয়ে ঠিক করেনি ইসি’ ছবি: শোয়েব মিথুন- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নির্বাচনী প্রচারণায় সমান সুযোগ রাখা হয়নি-এমন মন্তব্য করে এবার নির্বাচন কমিশনের (ইসি) সমালোচনা করেছেন স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম।

শনিবার (২৮ নভেম্বর) বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক স্মরণসভায় তিনি এমন কথা বলেন।



স্বৈরাচার বিরোধী আন্দোলনে ডা. মিলন হত্যা দিবস উপলক্ষে এ স্মরণ সভার আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ নাসিম বলেন, ‘পৌর নির্বাচনের প্রচারণায় আমরা না হয় নাই গেলাম। কিন্তু প্রচারণায় সংসদ সদস্যদের যাওয়ার সুযোগটি রাখা দরকার ছিল। ’

‘খালেদা জিয়া যে সুযোগ পাবেন, আমরা কেন সেটি পাবো না? সবার সমান সুযোগ রাখা দরকার ছিল। কমিশন কাজটা ঠিক করেনি, ঠিক করেনি। ’
তিনি বলেন, ‘আমরা নির্বাচন দিয়েছি। দলীয় ভিত্তিতে করলে অসুবিধা কী? এখন আবার টকশোতে আলোচনা হচ্ছে- কেন দিয়েছি? দিলেও দোষ, না দিলেও দোষ। ’

বিএনপির উদ্দেশ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নাসিম বলেন, ‘বিএনপি নাকি নির্বাচনে আসবে, ভালো। আওয়ামী লীগ সবসময় খেলার মাঠে প্রস্তুত, ক্রিকেটেও আছি, ফুটবলেও আছি। আপনারা এগোলেও আছি, পেছালেও প্রস্তুত আছি। আসুন। ’
Shelina_akther_1
অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, ‘বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বিশ্বব্যাংকও বলছে সে কথা। তাই বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা হচ্ছে। ’

চিকিৎসকদের উদ্দেশ্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ডা. মিলনকে শ্রদ্ধা করলে গ্রামে যেতে হবে। রোগীদের সেবা দেওয়ার স্বপ্ন ছিল মিলনের। ’

বিএসএমএমইউ-এর উপাচার্য ডা. কামরুল হাসান খানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, শহীদ ডা. মিলনের মা সেলিনা আখতার, বিএমএ'র সাবেক মহাসচিব মোস্তফা জালাল মহিউদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
এসকেএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।