ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

স্থানীয় নির্বাচন জোটবদ্ধভাবে নয়, দলীয়ভাবে করবে আ.লীগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
স্থানীয় নির্বাচন জোটবদ্ধভাবে নয়, দলীয়ভাবে করবে আ.লীগ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুষ্টিয়া: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, স্থানীয় নির্বাচনে জোটবদ্ধভাবে নয়, দলীয়ভাবে অংশ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
 
শনিবার (২৮ নভেম্বর) দুপুর দেড়টার দিকে কুষ্টিয়া মহাশ্মশানে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের আয়োজনে শুভ বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে এ কথা বলেন তিনি।

 
 
হানিফ বলেন, কোনো রাজনৈতিক দল নির্বাচন আগানো-পেছানো বা নির্বাচন সংক্রান্ত কোনো বিষয়ে দাবি তুললে, সেটা নিয়ে নির্বাচন কমিশন ভাববে। রাজনৈতিক দল হিসেবে সেটা আমাদের (আওয়ামী লীগের) ভাবনার বিষয় নয়। নির্বাচন কমিশন যেটা যৌক্তিক মনে করবে সেটাই করবে।   
 
এসময় এ আওয়ামী লীগ নেতার সঙ্গে কুমারখালী-খোকসা আসনের সংসদ সদস্য আব্দুর রউফ, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫    
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।