ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

হাতি নিয়ে ঢাকঢোল বাজিয়ে পাবনা যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
হাতি নিয়ে ঢাকঢোল বাজিয়ে পাবনা যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী

পাবনা: হাতি নিয়ে ঢাকঢোল বাজিয়ে ৠালি বের করাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে পাবনায় উদযাপিত হয়েছে পাবনা জেলা যুবলীগের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী।

দিবসটি উপলক্ষে শনিবার (২৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করেন আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগ নেতাকর্মীরা।



র‌্যালিটি আব্দুল হামিদ সড়ক হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে জেলা যুবলীগের সভাপতি শরীফ উদ্দিন প্রধানের সভাপতিত্বে এক পথসভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।

সভায় অন্যান্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রেজাউল রহিম লাল, আওয়ামী লীগ নেতা চন্দন কুমার চক্রবর্তী, কামরুজ্জামান রকি, পৌর আওয়ামী লীগের সভাপতি তসলিম হাসান সুমন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহিন, সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিবলী সাদিক বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।