ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

সাম্প্রতিক সব হামলা একই সূত্রে গাঁথা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
সাম্প্রতিক সব হামলা একই সূত্রে গাঁথা স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম

ঢাকা: ফরিদপুরের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অলক সেনের ওপর ও বগুড়ায় মসজিদে হামলা, সব একই সূত্রে গাঁথা বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৫টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অলক সেনকে দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।



তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করতে এসব ঘটনা ঘটানো হচ্ছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে আইএস বলতে কিছুই নেই। একটি গোষ্ঠী এসব নাম ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে।

এসময় তিনি আরও জানান, অলক সেনকে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে আনা হয়েছে। তিনি এখন সুস্থ রয়েছেন। আশা করি, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
এজেডএস/আরএইচএস/এসএস


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।