ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

রুমীর নেতৃত্বে বিএনপির সহস্রাধিক নেতাকর্মী আ’লীগে

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
রুমীর নেতৃত্বে বিএনপির সহস্রাধিক নেতাকর্মী আ’লীগে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্যের নেতৃত্বে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সহস্রাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন।

শনিবার (২৮ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে অনাড়ম্ভর অনুষ্ঠানে ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরীর (নিক্সন চৌধুরী) হাতে ফুলের তোড়া দিয়ে তারা আওয়ামী লীগে যোগদান করেন।


 
যোগ দেওয়া নেতারা হলেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এম এম শাহরিয়ার রুমী, ভাঙ্গা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হেমায়েত হোসেন, পৌর বিএনপির সভাপতি আবু জাফর মুন্সী, সহ-সভাপতি জাহাঙ্গীর মাতুব্বরসহ সহস্রাধিক নেতাকর্মী।  

নিক্সন চৌধুরী বলেন, ফরিদপুরে একঘর বিএনপিও থাকবে না। আজ যারা আওয়ামী লীগে যোগদান করলেন তারা আওয়ামী লীগেই ছিলেন। একশ্রেণির হাইব্রিড নেতার কারণে ২০০১ সালে তারা বিএনপিতে যোগ দিয়েছিলো। ঘরের ছেলেরা ঘরে ফিরে এসেছে।
 
বিএনপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত ভুল ছিল উল্লেখ করে রুমী বলেন, ভাঙ্গার লোকজনের জীবন বাঁচাতে বিএনপিতে যোগ দিয়েছিলাম।
 
সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ সম্পাদক ও ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান সাহাদাৎ হোসেন।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
ইএস/এইচআর/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।