ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

মেয়র হানিফ রাজনীতিতে সাহস ও প্রেরণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
মেয়র হানিফ রাজনীতিতে সাহস ও প্রেরণা প্রয়াত মোহাম্মদ হানিফ

ঢাকা: ঢাকার সাবেক মেয়র প্রয়াত মোহাম্মদ হানিফ রাজনীতিতে সাহস ও প্রেরণার উৎস বলে মনে করেন আওয়ামী লীগ নেতারা।

শনিবার (২৮ নভেম্বর) বিকেলে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মেয়র মোহাম্মদ হানিফ স্মরণে আয়োজিত মিলাদ মাহফিলে দলটির নেতারা এ কথা বলেন।



বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের দলীয় কার্যালয়ে প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ দোয়া মাহফিলের আয়োজন করে ঢাকা মহানগর আওয়ামী লীগ।

ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে মিলাদ মাহফিলে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, প্রয়াত মেয়রের ছেলে ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাজী মো. সেলিম প্রমুখ।

মিলাদ মাহফিলে বক্তারা মেয়র হানিফের স্মৃতিচারণ করেন ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন।

স্মৃতিচারণ করতে গিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেন, বঙ্গবন্ধু হত্যার আগে ও পরে মোহাম্মদ হানিফ ছিলেন রাজনীতির এক কিংবদন্তী। তিনি বঙ্গবন্ধুর সঙ্গে রাজনীতি করেছেন। বঙ্গবন্ধু হত্যার বিচারের দাবিতে ঢাকাবাসীকে সংগঠিত করেছেন। দীর্ঘ সময় ধরে এই ঢাকার মানুষের জন্য কাজ করেছেন। তিনি রাজনীতিতে আমাদের জন্য সাহস ও প্রেরণার উৎস।

তিনি বলেন, মেয়র হানিফের মৃত্যুর জন্য দায়ী খালেদা-তারেক ও নিজামী-মুজাহিদ। নেত্রীর উপর তাদের পরিকল্পিত হামলার কারণে তাকে বাঁচাতে মানব ঢাল তৈরি করে নিজের জীবন বিসর্জন দিয়েছেন মেয়র হানিফ।

সঠিক রাজনীতি ইবাদতের মত
বাবার স্মৃতিচারণ করতে গিয়ে মেয়র হানিফের ছেলে ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেন, বাবা আমাকে প্রায় সময় বলতেন, ‘রাজনীতি সঠিকভাবে করতে পারলে এটা ইবাদতের মত। সঠিকভাবে না করতে পারলে অনেক বড় পাপ। ’

তিনি বলেন, আমরা হয়ত এখন ইবাদতের সেই রাজনীতি করতে পারি না। পরিবেশও নেই। তবে, পাপের রাজনীতি যেন না করি। যেন কারো ক্ষতি না করি। আমার বাবা জীবনে অনেকের উপকার করেছেন, অনেকের হয়ত করতে পারেননি। তবে, কারো ক্ষতি করেননি।

তার উত্তরসূরি হিসেবে আমি বাবার জন্য আপনাদের কাছে দোয়া চাই। একই সঙ্গে বাবার মত যেন আপনাদের পাশে থাকতে পারি, কাজ করতে পারি সেজন্য দোয়া করবেন।

এতে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুনসহ ঢাকা মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
এসইউজে/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।