ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

জামায়াত পুষছে আ’লীগ-বিএনপি, অভিযোগ বাবলুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
জামায়াত পুষছে আ’লীগ-বিএনপি, অভিযোগ বাবলুর জিয়াউদ্দিন আহমেদ বাবলু

ঢাকা: আওয়ামী লীগ ও বিএনপির বিরুদ্ধে জামায়াত লালন করার অভিযোগ তুলেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

শনিবার (২৮ নভেম্বর) ঢাকা মহানগর জাপার কদমতলী থানা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।



বাবলু বলেন, জামায়াত লালন করছে বিএনপি। আওয়ামী লীগও যদি ১৯৯৬ সালের পরবর্তী সময়ে সঠিক বিচার করতো। তাহলে এতো বছর পর জামায়াত নিষিদ্ধের জন্য জনমত চাইতে হতো না।

বর্তমানে দেশে নিরাপত্তা নেই, শান্তি নেই অভিযোগ করে তিনি বলেন, মসজিদে মুসল্লিদের নিরাপত্তা নেই। তাহলে কীভাবে দেশে গণতন্ত্র কার্যকর হচ্ছে।

জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বৈধতা দিয়েছে দেশের জনগণ, এমন দাবি করে বাবলু বলেন, জনগণ বলেছে আপনি (এরশাদ) স্বৈরাচার নন। তিনি (এরশাদ) জেলে থাকাকালীন জনগণের ভোটে পাঁচ আসনে জয়যুক্ত হয়েছেন।

‘দেশে যেসব উন্নয়ন হয়েছে তা এরশাদ করেছেন’ দাবি করে সম্মেলনের বিশেষ অতিথি জাপার প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ বলেন, জাতীয় পার্টি পাঁচ জানুয়ারির নির্বাচনে না গেলে মার্শাল ল জারি হয়ে যেতো।

জাতীয় পার্টি ছাড়া কোনো দল রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

সম্মেলনের সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ জাপার আহ্বায়ক সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, উন্নয়নের মাঝে মানুষের স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা দিতে হবে সরকারকে। আর নিশ্চয়তা না দিতে পারলে সরকার কখনও ক্ষমতায় থাকতে পাড়বে না।

সম্মেলনে আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাইদুর রহমান টেপা, মীর আবদুস সবুর আসুদ, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন প্রমুখ।

তবে দ্বি-বার্ষিক সম্মেলনে কোনো কমিটি ঘোষণা করা হয়নি। পরবর্তী সময়ে আলোচনা স্বাপেক্ষে কমিটি ঘোষণা করা হবে বলে সম্মেলনের সমাপ্তি ঘোষণা দেন সঞ্চালক সুজন দে।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
এফবি/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।